এজন্য প্রথমে এই লিন্কে যান।
তারপর পরবর্তী ধাপে গিয়ে উদাহরন হিসেবে থাকা ভিডিও গুলোর লিংক এর জায়গায় আপনার পছন্দের কোন ভিডিও এর ইউটিউব বা মাইস্পেস লিংক বসিয়ে দিন। বা আপনার নিজস্ব ভিডিও ইউ টিউবে আপলোড করে তার লিংক বসিয়ে দিন এখানে।
তারপর পরবর্তী ধাপে গিয়ে উদাহরন হিসেবে থাকা ভিডিও গুলোর লিংক এর জায়গায় আপনার পছন্দের কোন ভিডিও এর ইউটিউব বা মাইস্পেস লিংক বসিয়ে দিন। বা আপনার নিজস্ব ভিডিও ইউ টিউবে আপলোড করে তার লিংক বসিয়ে দিন এখানে।
এরপর আপনার টি.ভি. চ্যানেল এর নাম এবং লোগো দিন এরপর আপনার ইমেইল এ্যাড্রস দিয়ে এর কন্ট্রোল প্যানেলে গিয়ে একের পর পর এক ভিডিও এর লিংক এড করুন। আর তার পর তা প্লে লিস্টে এড করুন রেন্ডমলি প্লে সিলেক্ট করে সেভ করুন এবার আপনার অনলাইন টি.ভি. চ্যানেলটি ভিজিট করে দেখুন আপনার দেয়া ভিডিও গুলো পর্যায়ক্রমে প্লে হচ্ছে।
No comments:
Write comments