Wednesday 22 February 2017

আমরা কিভাবে এফএম রেডিও বানাবো,যারা এখনও বানাতে পারেননি তারা দেখে নিতে পারেন

যারা ইলেক্ট্রনিক্স নিয়ে কাজ করেন তারা কখন না কখন এফ.এম ট্রান্সমিটার বানানোর চেষ্টা করেছেন। অনেকে হয়ত সফল হয়েছেন। আবার অনেকে হয়ত জটিল সারকিট ডায়াগ্রাম দেখে মাথা চুলকিয়ে রেখে দিয়েছেন। আবার অনেকে কম্পোনেন্ট খুজে পান নি। কিন্তু আর  চিন্তা নেই এবার আপনিও এফ.এম ট্রান্সমিটার বানাতে পারবেন। এবং রিসিভার হিসাবে আপনি আপনার মোবাইল ফোন কে ব্যবহার করতে পারেন।

এফ.এম ট্রান্সমিটার বানাতে যা যা লাগবেঃ

১।একটি রাস্পবেরি পাই ২ অথবা ৩
২।একটি এসডি কার্ড (৮ জিবি হলে ভাল হয় তবে এর চেয়েও বড় স্পেস এর কার্ড ও ব্যবহার করা যেতে পারে)
৩।একটি চার্জার বা পাওয়ার সাপ্লাই (মিনিমাম ২ আম্প)
৪।একটি তার (এনটিনা হিসাবে ব্যবহার করার জন্য)
যদি আপনি বড় এন্টিনা ব্যবহার করেন তবে অনেক ভাল রেঞ্জ পাবেন।তবে বেশি বড় এন্টিনা ব্যবহার না করাই ভাল এতে সমস্যা হতে পারে। আর কখনই কমারশিয়াল কন ফ্রিকুএন্সিতে ব্রডকাস্ট করবেন না এতে ঝামেলা হতে পারে।
আপনাদের বুঝার সুবিধার্থে কিভাবে বানাবেন তার টিউটোরিয়াল আমি নিচে দিয়ে দিলাম


No comments:
Write comments