ব্যাপার টা সত্যিই অবাক করার মতো তাইনা।?
কিছুদিন পর্যন্ত লাইভ অডিও ভাষা ট্রান্সলেট করার ডিভাইসের অস্তিত্ত শুধু মাত্র কল্পবিজ্ঞান,
চলচিত্র, এবং বিভিন্য শো তে ছিল।
কিন্তু প্রযুক্তি এখন মানুষের কল্পনাকে বাস্তবে রুপান্তরিত করতে সক্ষম হয়েছে।
এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো এই ডিভাইসকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর চেস্টায় লেগে আছে।
সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো "ওয়েভারলী ল্যাবস" তাদেরই তৈরি ডিভাইস হলো 'পাইল্ট'
এটি একটি স্মার্ট ইয়ারপিস যা লাইভ, ভাষা ট্রান্সলেট করে সনাতে সক্ষম।
কিছুদিন পর্যন্ত লাইভ অডিও ভাষা ট্রান্সলেট করার ডিভাইসের অস্তিত্ত শুধু মাত্র কল্পবিজ্ঞান,
চলচিত্র, এবং বিভিন্য শো তে ছিল।
কিন্তু প্রযুক্তি এখন মানুষের কল্পনাকে বাস্তবে রুপান্তরিত করতে সক্ষম হয়েছে।
এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো এই ডিভাইসকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর চেস্টায় লেগে আছে।
সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো "ওয়েভারলী ল্যাবস" তাদেরই তৈরি ডিভাইস হলো 'পাইল্ট'
এটি একটি স্মার্ট ইয়ারপিস যা লাইভ, ভাষা ট্রান্সলেট করে সনাতে সক্ষম।
ওয়েবারলী ল্যাবস প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, অ্যান্ড্রু ওছোয়া, বলেন
তিনি একটি ফরাসি মেয়েকে পছন্দ করতেন কিন্তু তাদের দুজনের ভাষা ভিন্য হওয়ায় তিনি সেই মেয়েটির সাথে কথা বলতে পারেননি।
এবং সেখান থেকেই তিনি এই ট্রান্সলেট ডিভাইসের আইডিয়া পেয়েছেন।
তিনি একটি ফরাসি মেয়েকে পছন্দ করতেন কিন্তু তাদের দুজনের ভাষা ভিন্য হওয়ায় তিনি সেই মেয়েটির সাথে কথা বলতে পারেননি।
এবং সেখান থেকেই তিনি এই ট্রান্সলেট ডিভাইসের আইডিয়া পেয়েছেন।
পাইলট, যা 2017 সালের বসন্তে বের হবে, শুধু একটি earbud শক্তি হিসেবে।
এটি খুব সহজেই কানের মধ্যে আরামদায়ক ফিট হবে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এর নির্মাতারা
এটিকে খুব স্টাইলিশ লুক দিয়েছেন।প্রতিষ্ঠান টি ২টি করে ইয়ারপিস প্রোভাইড করছে প্রতি ব্যক্তির জন্য একটি করে।
যখন ২ জন ব্যক্তি কথা বলবে তখন ইয়ারপিস টি সেই কথা গুলোকে ধরে ফেলবে এবং সেটিকে স্মার্ট ফনে এপ এ সেন্ড করবে।
স্মার্ট ফোনের এপ সেই কথা গুলোকে টেক্সট এ রুপান্তরিত করে সেটিকে পুনরায় ভিন্য ভাষায় অপরব্যক্তির ইয়ার পিস এ সেন্ড করবে।
এবং এতে ২ জনই দুজনের ভাষা বুঝতে সক্ষম।
এটি খুব সহজেই কানের মধ্যে আরামদায়ক ফিট হবে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এর নির্মাতারা
এটিকে খুব স্টাইলিশ লুক দিয়েছেন।প্রতিষ্ঠান টি ২টি করে ইয়ারপিস প্রোভাইড করছে প্রতি ব্যক্তির জন্য একটি করে।
যখন ২ জন ব্যক্তি কথা বলবে তখন ইয়ারপিস টি সেই কথা গুলোকে ধরে ফেলবে এবং সেটিকে স্মার্ট ফনে এপ এ সেন্ড করবে।
স্মার্ট ফোনের এপ সেই কথা গুলোকে টেক্সট এ রুপান্তরিত করে সেটিকে পুনরায় ভিন্য ভাষায় অপরব্যক্তির ইয়ার পিস এ সেন্ড করবে।
এবং এতে ২ জনই দুজনের ভাষা বুঝতে সক্ষম।
No comments:
Write comments