আমরা অনেক রকম জটিল ইনভারটার সারকিট ব্যবহার করেছি ৬ ভোল্ট ব্যাটারি দিয়ে ২০ ওয়াট টিউব জালানোর জন্য।
আজকের সারকিট টা অনেক সহজ। এখানে আমরা অসিলেশনের জন্য ব্যবহার করব ট্যাঙ্ক সারকিট। এটা বানাবো একটা রেসিস্টর ও ক্যাপাসিটর কে প্যারালাল করে। তারপর এই অসিলেশন কে একটি পাওয়ার ট্রানজিস্টার এর মাধ্যমে পাঠাব একটি সেন্টার ট্যাপ স্টেপ আপ ট্রান্সফমারে। আপনি একটি সাধারন স্টেপ ডাউন ট্রান্সফমার কে উলটো করে ব্যবহার করতে পারেন। ট্রানজিস্টার এর কালেক্টর ও বেসের মধ্যে ফিডব্যাক দেওয়াটা খুব জরুরি, কারন এটাই অসিলেশন মেইনটেন করে। টিউব টি জলার সময় প্রায় ২.৫ A কারেন্ট টানে, কাজেই ভালো মানের ট্রান্সফমার ব্যবহার করা জরুরি।ট্রানজিস্টার এর সাথে অবস্যই হিট সিঙ্ক লাগাতে হবে।
এখানে রেজিস্ট্যান্স টি ভ্যারিয়েবল করলে সুবিধা হয়, যদি টিউব টি না জলে তা হলে রেজিস্ট্যান্স এর ভ্যালু ঠিক করে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন।
নতুন দের কাজের সুবিধার জন্য একটা আনুমানিক ভারতীয় মার্কেট প্রাইস দিয়ে দিলাম।
Item with specification | Rate(Indian market) | quantity | amount |
Transformer 220/6-0-6v,3A | 225 | 1 | 225 |
Transistor AD149 | 5 | 1 | 5 |
Heat sink | 4 | 1 | 4 |
Battery 6V, | 250 | 1 | 250 |
SPST switch | 5 | 1 | 5 |
Resistance 30ohm, 10W | 6 | 1 | 6 |
Capacitor, 0.47uf,160V | 4 | 1 | 4 |
Cabinet | 75 | 1 | 75 |
20watt tube | 33 | 1 | 33 |
Miscellaneous | 20 | ||
Total=627 | |||
ইলেক্ট্রনিক্স প্রেমিরা দেখতে পারেন EEE PROJECTS AND INNOVATIONS
No comments:
Write comments