Monday, 27 February 2017

ইংরেজি গ্রামার: আজ শিখব বিভিন্ন জিনিস সম্পর্কে Collective noun. যা জানা অত্যান্ত জরুরী।

বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ।  আর এই তথ্য প্রযুক্তির যুগে আমাদেরকে তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে।
এই তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে বা তথ্য প্রযুক্তিতে  নিজেদেকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের প্রয়োজন হবে, সবার আগে নিজেদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলা।
ইংরেজি ভাষায় দক্ষ হতে পারলে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও দক্ষ হতে পারব।  ইংরেজি ভাষায় দক্ষতা ছাড়া তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা অর্জন অসম্ভব। ইংরেজি ভাষায় দক্ষ হতে হলে আমাদেরকে  English Grammar-এ দক্ষ হতে হবে সবার আগে।
ইংরেজি গ্রামারে দক্ষ হতে পারলেই, আমরা আস্তে আস্তে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠব। আর  ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারলেই আমরা আস্তে আস্তে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও দক্ষ হতে পারব।
আমরা যেহেতু বাঙালি, তাই হয়ত আমরা ইংরেজি ভাষা অত ভাল পারি না, তাই হয়ত আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটু বেশিই পিছিয়ে আছি। অতএব আমাদেরকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে |
আমি আপনাদেরকে একটু একটু করে আস্তে আস্তে English Grammar শেখানোর চেষ্টা করব।
আজ আমি আপনাদেরকে শেখাব বিভিন্ন জিনিস সর্ম্প্রকৃিত Collective noun.
বিভিন্ন জিনিস সম্পর্কে Collective noun বিষয়টি জানতে হলে এইখানে দেখুন।

No comments:
Write comments