আমরা Run Command এর সাহায্যে প্রতিনিয়ত যেসব Programs গুলো চালাই সেগুলোর প্রত্যেকটি ক্রমশ History তে জমা হয়। Run Menu র এই History থেকে আপনি যদি কোন নাম মুছতে চান তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন -
- প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।
- এরপর HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > Current Version > Explorer > Run MRU তে যান। এবার ডানপাশের প্যানেল থেকে যে নামগুলো মুছে দিতে চান তা সিলেক্ট করুন এবং Right Click করে Delete করে দিন।
ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন।
অথবা,
- টাস্কবারের উপর রাইট মাউস ক্লিক করে Properties সিলেক্ট করুন, তারপর Start Menu ট্যাবে গিয়ে Customize-এ ক্লিক করুন, Customize Start Menu Dialog Box ওপেন হবে।
- এবার Advanced ট্যাবে গিয়ে Recent Documents-এর আন্ডারে Clear List-এ ক্লিক করুন এবং Ok > Apply > Ok করে বেরিয়ে আসুন।
No comments:
Write comments