![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicXEgXC2gFMlB2yHANK3tJLONWVwsUxl7EIxfwTXXVyiJNJ-vMCFkNzbRKxyJjmmZCQQVsBb4esaYUYaPEPsyX1VGhX3T6qulrgDF_3AiIoOsYN3SlwalJc2Sx3prH8pTpIHlnpug_zfeX/s1600/logo-2007.png)
- ১। উইন্ডোস মুভি মেকার ওপেন করুন । File > Import collection এ গিয়ে ফাইলটি সিলেক্ট করে ok করুন । ভিডিওর ক্লিপ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
- ২। এবার কালেকশন এরিয়ার সবগুলো ক্লিপ সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করে Add to timeline এ ক্লিক করুন । ওয়ার্ক স্পেসে ক্লিপগুলো ধারাবাহিক ভাবে দেখা যাবে ।
- ৩। এবার File > Save Movie File এ ক্লিক করুন । Next চাপুন । এবার নতুন ফাইলের নাম লিখুন এবং কোথায় সেভ করা হবে তা সিলেক্ট করে দিয়ে Next চাপুন ।
- ৪। এবার Other settings রেডিও বাটনে ক্লিক করুন এবং ড্রপডাউন লিস্টবক্স হতে Video for LAN(768 Kbps) সিলেক্ট করুন । নিচে মুভি সেটিংস এবং ফাইল সাইজ দেখা যাবে । এবার Next চাপুন । ফাইলটি সেভ হতে সময় লাগবে ।
No comments:
Write comments