Monday 6 March 2017

আপনার নিজের ছবি দিয়ে বানান ফেসবুক চ্যাট এর smiles/emoticons

ফেসবুক এ আমরা যখন চ্যাট করতে বসি তখন প্রাওই আমরা বন্ধুদেরকে নানা সময় নানা ধরনের smiles/emoticons পাঠাইয়া থাকি। এই smiles গুলো সাধারনত আগে থেকেই দেওয়া থাকে । কিন্তু আগে থেকে দেওয়া এই smiles গুলো ব্যবহার করা ছাড়াও আপনি আপনার নিজের মত করে যেকোনো smiles বানাতে পারবেন। আপনি যেকোনো ছবিকে আপনার smiles হিসেবে ব্যবহার করতে পারবেন, এমনকি আপনি আপনার নিজের ছবিকেও smiles হিসেবে ব্যবহার করতে পারবেন। এই জন্য এই লিঙ্ক টিতে ক্লিক করুন ।এরপর ক্লিক করুন "Facebook Smiley Chat Codes" এ।





এখন নতুন পেজ টা তে আপনার ছবি আপলোড করুন।





এবং সব শেষে আপনাকে একটি কোড দেওয়া হবে। এখন কোড টি কপি করুন এবং ফেসবুক চ্যাট বক্সে কোড টি পেস্ট করুন।

No comments:
Write comments