বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারের কিছু ফোল্ডর লুকিয়ে (হাইড) রাখতে হতে পারে। কম্পিউটার ব্যবহারকারী প্রায় সবাই জানেন কীভাবে ফোল্ডার লুকিয়ে রাখতে হয় আর দৃশ্যমান করতে হয়। ফোল্ডার লুকাতে বা দেখাতে হলে Tools মেনু থেকে Folder Options-এ যেতে হবে। যদি সেই Folder Option সরিয়ে (রিমুভ) দেন তবে কেমন হয়?
Tools মেনু থেকে Folder Option সরিয়ে দিতে প্রথমেই ‘Start Menu’ গিয়ে ‘Run’ এ গিয়ে ‘gpedit.msc’ লিখে এন্টার চাপতে হবে। তাহলে ‘Group Policy’ নামে একটা ডায়ালগ বক্য আসবে। এখন ‘Group Policy’ থেকে User configuration/ Administrative Templates/ Windows Components/ Windows Explorer থেকে Remove the Folder Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে সক্রিয় করে দিন। এখন দেখুন উইন্ডোজের Tools মেনুতে Folder Option টি নেই। এটি আবার পেতে হলে Remove the Folder Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে নিস্ক্রিয় করে দিন।
No comments:
Write comments